উসিলা তালাস কি জায়েজ না নাজায়েজ? বিস্তারিত পড়ুন।

নামদারি আহলে হাদিসলা-মাযহাবীরা আজ মানুষদেরকে কোর-আন হাদিসের ভুল ব্যাখ্যা করে বিভ্রান্ত করছে, তাই আমাদেরএ ব্যাপারে সতর্ক হওয়া উচিৎ। তারা বলে ইসলামে নাকি উসিলা নাই যদি ইসলামে উসিলা নাই থাকে উসিলা তালাশ করা যদি শিরিক হয়ে থাকেহযরত আদম (আলাইহিস সালাম) তিনি কি তাহলে শিরিক করেছিলেননাউজুবিল্লাহ, দেখুন হাদিস শরিফ কি বলে - عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما أذنب آدم صلى الله عليه وسلم الذنب الذي أذنه رفع رأسه إلى العرش فقال أسألك حق محمد ألا غفرت لي فأوحى الله إليه وما محمد ومن محمد فقال تبارك اسمك لما لما خلقتني رفعت رأسي إلى عرشك فإذا هو مكتوب لا إله إلا الله محمد رسول الله فعلمت أنه ليس أحد أعظم عندك قدرا ممن جعلت اسمه مع اسمك فأوحى الله عز وجل إليه يا آدم إنه آخر النبيين من ذريتك وإن أمته آخر الأمم من ذريتك ولولاه يا آدم ما خلقتك

উসিলা তালাস কি জায়েজ না নাজায়েজ? বিস্তারিত পড়ুন।
উসিলা তালাস কি জায়েজ না নাজায়েজ? বিস্তারিত পড়ুন।
 
অনুবাদ:-হযরত ওমর বিন কাত্তব (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্নিত, -রাসূলুল্লাহ () ইরশাদ মোবারাক করেছেনহযরত আদম (আলাইহিস সালাম) যখন নিষিদ্ব গাছের ফল ভক্ষন করেন, [যার দরূন তাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়তখন তিনি সর্বদা কাঁদতে ছিলেন। আর অনুতপ্ত হৃদয়ে ইস্তেগফার করতে ছিলেন।] তখন তিনি একবার আসমানের দিকে মুখ করলেনআর বলতে লাগলেনহে আল্লাহ! মুহাম্মদ () এর ওসীলায় আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তখন অহী নাজীল হয়-মুহাম্মদ কে? [যার অসীলা দিয়ে তুমি দুআ করছো?] তখন তিনি বলেন-যখন আপনি আমাকে সৃষ্টি করেছেনতখন আমি আরশে লেখা দেখলাম-লা ইলাহা ইল্লাল্লাহমুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনই আমি বুঝে গিয়েছিলাম যেমুহাম্মদ () এর চেয়ে সর্বোচ্চতর ব্যক্তিত্ব কেউ নেই যার নাম আপনি স্বীয় নামের সাথে রেখেছেন তখন অহী নাজীল হল-তিনি সর্বশেষ নবী। তোমার সন্তানদের অন্তর্ভূক্ত হবে। যদি তিনি না হতেনতাহলে তোমাকেও সৃষ্টি করা হতো না

এ হাদীসের উপর উত্থাপিত দুটি প্রশ্নঃ-
১. বর্ননায় দুর্বল বরং মওজু তথা জাল
২. এ হাদিসটি কুরআনে কারীমের বিপরীত

কারণ কুরআন দ্বারা প্রমাণিত যেহযরত আদম (আলাইহিস সালাম) কে আল্লাহ তাআলা কিছু বাক্য শিখিয়েছিলেনযখন তিনি তা পড়েছেনতখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেনআল্লাহ তাআলার বাণী - فَتَلَقَّىٰ آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ ۚ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
٢:٣٧ অতঃপর হযরত আদম (আলাইহিস সালাম) স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেনঅতঃপর আল্লাহ পাক তাঁর প্রতি (করুণাভরে) লক্ষ্য করলেন। নিশ্চয়ই তিনি মহা-ক্ষমাশীল ও অসীম দয়ালু। {সূরা বাকারাআয়াত নং-৩৭}
অথচ এ হাদীস দ্বারা প্রমাণিত হচ্ছে যেআদম আঃ রাসূল () এর ওসীলায় দুআ করেছেনতারপর তার তওবা কবুল হয়তাহলেতো এ হাদীস কুরআনের বিপরীত। তাই এ হাদীসটি গ্রহণযোগ্য নয়

এ দুটি অভিযোগের জবাবঃ-

১ম অভিযোগের জবাবঃ- এ বর্ণনাটি জাল। একথা আমরা কিছুতেই মানি না। তবে একথা মানি যেএটা দুর্বল বর্ণনা। তবে এটা এমন দুর্বল হাদীস নয় যেএটাকে ফাযায়েলের ক্ষেত্রে দলিল হিসেবে পেশ করা যাবে না। বরং তা ফাযায়েলের ক্ষেত্রে গ্রহণীয় পর্যায়ের দুর্বল হাদীস। নিম্ন বর্ণিত ওলামায়ে কেরাম উক্ত হাদীসটিকে দলিলযোগ্য বলে মত ব্যক্ত করেছেন-
১-আল্লামা কাসতাল্লানী রহঃ {আল মাওয়াহেবুল লাদুনিয়্যাহ-২/৫২৫}
২-ইমাম বায়হাকী রহঃ {দালায়েলুন নাবায়িয়্যাহ}
৩-ইমাম হাকেম রহঃ {মুসতাদরাকে হাকেম}
৪-আল্লামা সুবকী রহঃ {শেফাউস সিকাম}

যেসব কিতাবে এ হাদীসটি বর্ণিতঃ আল মুজামুল আওসাতহাদীস নং-৬৫০২আল মুজামুস সগীর লিত তাবরানীহাদীস নং-৯৯২,

এছাড়া আরও রয়েছে আবু নুআইম রহঃ এর দালায়েলুন নাবায়িয়্যাহইমাম বায়হাকী রহঃ এর দালায়েলুন নাবায়িয়্যাহআদ দুরার কিতাবে ইবনে আসাকীর রহঃএবং রয়েছে মাযমাউজ যাওয়ায়েদ কিতাবে

এ হাদীসের মূল বক্তব্যের উপর আরো দুটি হাদীস রয়েছে। যথা - عن عبد الله بن شقيق ؛ أن رجلا سأل النبي صلى الله عليه وسلم : متى كنت نبيا ؟ قال : كنت نبيا وآدم بين الروح والجسد (مصنف ابن ابى شيبة، كتاب المغازى، ما جاء في مبعث النبي صلى الله عليه وسلم، رقم الحديث-৩৭৭০৮)
অনুবাদ-আব্দুল্লাহ বিন শাকিক থেকে বর্ণিত। রাসূল () কে এক লোক প্রশ্ন করল-আপনি কখন থেকে নবীতিনি বললেন-আমি তখন থেকেই নবী যখন আদম আঃ রুহ ও শরীরের মাঝামাঝি ছিলেন
সুত্র:- মুসান্নাফে ইবনে আবী শাইবাহাদীস নং-৩৭৭০৮,
মাশকিলুল আসার লিত তাহাবীহাদীস নং-৫২২২,
কানযুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআলহাদীস নং-৩১৯১৭,
জামেউল আহাদীসহাদীস নং-১৫৮৩৫}
عن العرباض بن سارية الفزاري قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : ( إني عند الله مكتوب بخاتم النبيين وإن آدم لمنجدل في طينته (صحيح ابن حبان، كتاب التاريخ، باب من صفته صلى الله عليه و سلم وأخباره، رقم الحديث-৬৪০৪)
অনুবাদ-হযরত ইরবায বিন সারিয়্যা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন-আমি রাসূল () কে বলতে শুনেছি যেতিনি বলেছেন-নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম তখনযখন আদম (আলাইহিস সালাম) মাটিতে মিশ্রিত ছিলেন
সুত্র:-
সহীহ ইবনে হিব্বানহাদীস নং-৬৪০৪,
মুসনাদে আহমাদহাদীস নং-১৭১৬৩,
মুসনাদুল বাজ্জারহাদীস নং-৪১৯৯,
মুসনাদুশ শামীনহাদীস নং-১৪৫৫,
শুয়াবুল ঈমানহাদীস নং-৩২২২,
মিশকাতুল মাসাবিহহাদীস নং-৫৭৫৯,
আল মুজামুল কাবীরহাদীস নং-৬৩১}
সুতরাং এ বর্ণনাটিকে জাল বলাটা বাড়াবাড়ি আর কিছু নয়

২য় অভিযোগের জবাবঃ- রাসূল () এর হাদিস আল্লাহ তাআলার বাণীরই ব্যাখ্যা হয়ে থাকেআমরা কুরআনের ব্যাখ্যা সর্ব প্রথম রাসূল () এর হাদীস দ্বারাই গ্রহণ করে থাকিকোরআনে কারীমে একথা রয়েছে যেহযরত আদম আঃ কে কিছু কালিমা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেনযা পড়ার দরূন তার তওবা কবুল হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম (আলাইহিস সালাম) কে তওবার ওসীলা কালিমা শিক্ষা দেয়াটা ছিল একটি নেয়ামত। আর নেয়ামত সাধারণত কোন নেক আমলের কারণে পাওয়া যায়। হযরত আদম আঃ এর পাওয়া তওবার অসীলা সেসব কালিমা শিখতে পাওয়ার নেয়ামত কোন নেক আমলের কারণে পেয়েছিলেনতা কুরআনে বর্ণিত নেই

হাদীসের মাঝে সেই নেক আমলের কথাটি বর্ণনা করা হয়েছে। সেই নেক আমলটি হলহযরত আদম (আলাইহিস সালাম) রাসূল () এর ওসীলা দিয়ে আল্লাহর কাছে দুআ করেছিলেনসুতরাং এ হাদীসটি কুরআনে কারীমের বিপরীত অর্থবোধক রইল কিভাবে?
দেখুন- শাহ আব্দুল আজীজ মুহাদ্দেসে দেহলবী রহঃ প্রণীত তাফসীরে ফাতহুল আজীজ-১/১৮৩ ।

এরপরেও যদি কেউ উসিলা তালাস কে কেউ শিরক বলে তাহলে সে নিশ্চিত গুমরাহির মধ্যে আছে, আরো বিস্তারিত জানতে আল্লাহ্‌ সুবাহানাহু ওয়া তায়ালা উনাকেপাবার জন্য উসিলা তালাশ করার প্রয়জনিয়তা 

Comments

Popular posts from this blog

বিদআতের পরিচয়, বিদআত কাকে বলে কত প্রকার ও কী কী বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আরবীতে ‘কুল্লু/কুল্লুন’ শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক।কিন্তু সবসময় এ শব্দটি দ্বারা ‘প্রত্যেক/সকল’ অর্থ বুঝায় না।

তাবলীগ করা কি সবার জন্য ফরজ?