আল্লাহ্‌ সুবাহানাহু ওয়া তায়ালা উনাকে পাবার জন্য উসিলা তালাশ করার প্রয়জনিয়তা ।

পবিত্র ইসলাম ধর্মে আল্লাহ্‌ সুবাহানাহু ওয়া তায়ালা উনাকে পাবার জন্য উসিলা তালাশ করার প্রয়জনিয়তা কেনো এবং কতটুকু তা নিচে বর্ণনা করা হলো।

১) আল্লাহ্‌ কুরআন এ পাকের সুরা কাহাফ এর ১৭ নং আয়াত এ বলেন- আল্লাহ্‌ যাকে হেদায়াত দান করেন তিনি হেদায়াত পায়তিনি যাহাকে পথ ভ্রষ্ট করিতে চান তিনি কখনও মুর্শিদ(কামেল পীর) পাবে না

২) সুরা তওবার ১১৯ নাম্বার আয়াত এ বলেন-হে ইমানদার রা তোমরা আল্লাহ্‌ পাক কে ভয় কর এবং সাদেকিন বা সত্যবাদীদের সঙ্গী হও। এই খানে সাদেকিন বলতে অলিদের কে বুঝান হয়েছে

৩ ইয়া আইয়ুহাল লাজিনা আ-মানুততাকুল্লাহা ওয়াবতাগু ইলাহিল ওয়াসিলাতা (সূরা মায়িদা,আয়াত ৩৫) অর্থাৎঃ- হেবিশ্বাসীগন আল্লাহ্‌কে ভয় কর,তাকে পাওয়ার জন্য উসিলা গ্রহন কর

আল্লাহ্‌ সুবাহানাহু ওয়া তায়ালা উনাকে পাবার জন্য উসিলা তালাশ করার প্রয়জনিয়তা ।
আল্লাহ্‌ সুবাহানাহু ওয়া তায়ালা উনাকে পাবার জন্য উসিলা তালাশ করার প্রয়জনিয়তা ।

৪) রাসুলুল্লাহ্ সাঃ স্বয়ং জনৈক অন্ধ সাহাবীকে এভাবে দোয়া করতে বলেছিলেনআল্লাহ্ আমি রহমতের নবী মুহাম্মাদের নামের ওছিলায় তোমার কাছে প্রার্থনা করছি সুরা মায়েদার ৩৫ নং আয়াতের ব্যাখ্যায়।

৫) আল্লাহ্‌ বলেন, " স্মরণ কর এই দিনকে যেদিন আমি প্রত্যেক ব্যাক্তিকে তার ইমামের সাথে আহবান করবো । ( সুরা বনি ইসরাইলআয়াত-৭১)।

৬) হযরত নুমান বিন বাশীর (রা.) বলেননবীজী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "শুনে রেখো নিশ্চয়ই শরীরেএমন একটি গোশতের টুকরা আছে যখনতা সুস্থ থাকে তখন গোটা শরীরই সুস্থথাকে। আর যখন তা রোগাক্রানত্ম থাকে তখন গোটা শরীরই অসুস্থ থাকে। শুনে রেখো সেই গোশতের টুকরা হল কলব তথা আত্মা। [সহিহ বুখারী হাদিস .নং-৫২]।

৭) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনরাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ্ তাআলা বলেন: যে ব্যক্তি আমার অলীর সাথে শত্রুতা করেআমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। আমার বান্দার প্রতি যা ফরয করেছি তা দ্বারাই সে আমার অধিক নৈকট্য লাভ করে। আমার বান্দা নফল কাজেরমাধ্যমেও আমার নৈকট্য লাভ করতে থাকেঅবশেষে আমি তাকে ভালবেসে ফেলি। যখন আমি তাকে ভালবাসিতখন আমি তার কান হয়ে যাইযা দিয়ে সে শোনেতার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখেতার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে। সে আমার কাছে কিছু চাইলেআমি তাকে তা দেই। সে যদি আমার নিকট আশ্রয় কামনা করেতাহলে আমি তাকে আশ্রয় দেইআমি যা করার ইচ্ছা করিসে ব্যাপারে কোন দ্বিধা- দ্বন্দ্বে ভুগি না কেবল মুমিনের আত্মার ব্যাপার ছাড়া। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার মন্দকে অপছন্দ করি। [বুখারী: ৬৫০২]

৮) যদি তোমরা না যান তবে আহলে জিকির বা আল্লাহওয়ালা দের থেকে জেনে নাও। সুরা নাহল ৪৩ ও সুরা আম্বিয়া ৭

এর পরেও যারা নবি রাসূল আলাইহিমুস সালাম, অলি আওলিয়া উনাদের উসিলাকে হারাম বলবে তারা তখন মুসলমান থাকবে কি থাকবেনা তা একমাত্র আল্লাহ্‌ রাব্বুল আলামিন তিনি ভালো জানবেন।

Comments

নতুন পোস্ট সমূহ

বিদআতের পরিচয়, বিদআত কাকে বলে কত প্রকার ও কী কী বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পবিত্র সূরা ইউনুস শরীফের ৫৭-৫৮ নম্বর আয়াত শরীফের সঠিক ব্যাখ্যা

তাবলীগের অর্থ ও তাবলীগের প্রকার।

আরবীতে ‘কুল্লু/কুল্লুন’ শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক।কিন্তু সবসময় এ শব্দটি দ্বারা ‘প্রত্যেক/সকল’ অর্থ বুঝায় না।

তাবলীগ করা কি সবার জন্য ফরজ?

কিশোরী আয়েশা সিদ্দীকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বিয়ে নিয়ে বিদ্বেষীদের মিথ্যাচার!!

কুরআন ও হাদিসের আলোকে মিলাদুন্নবী

যারা বলে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছাল শরীফের দিন খুশী প্রকাশ করা যাবে না, তাদের বক্তব্যের দাঁতভাঙ্গা জবাব

~~~~~~~~~~~ শরীয়তে ঈদ কয়টি ? ~~~~~~~~~~~

ইসলামে জন্মদিন পালন করা কি প্যাগানদের থেকে এসেছে? ইহুদী, খ্রিস্টানদের কালচার? ইসলামী শরীয়ত জন্মদিন পালন সম্পর্কে কি বলে ?