Posts

Showing posts from January, 2018

রাজীব হায়দার শোভন হত্যা মামলা সম্পর্কে কিছু প্রশ্ন

১) এই মামলার কেন কোন চাক্ষুস সাক্ষী নাই। আর চাক্ষুস সাক্ষী ছাড়া বিচারকাজ কতটুকু গ্রহণযোগ্য ? কারণ কথিত আসামীদের তো ভয়ভীতি দেখিয়ে ও নির্যাতন করে সাক্ষ্য আদায় করা হতে পারে। ২) রাজীবের বান্ধবী তানজিলাকে কেন কোর্টে হাজির করা হলো না ? ‘তানজিলাই নারীঘটিত কারণে রাজীবকে হত্যা করেছে’ এমন আশঙ্কা কেন বিনা কারণে উড়িয়ে দেওয়া হলো ? ৩) রাজীব ব্লগে কি লিখতো ? তা কেন মামলার ফাইলে অন্তর্ভূক্ত করা হয়নি? কেন বিষয়টি এড়িয়ে যাওয়া হলো ? ৪) মামলার আইও কেন এক বছর পর পরিবর্তন করা হলো ? আর অনলাইন ক্রিমিনাল মশিউর রহমান (সে আল্লামা শয়তান আইডি দিয়ে ধর্মবিদ্বেষী লেখার কারণে ২০১৩ সালে গ্রেফতার হয়) কিভাবে নিউজে বলে- তার চেষ্টায় আইও পরিবর্তন হয়েছে। (http://goo.gl/EqkdYg) আমার মনে হয় উপরের প্রশ্নগুলো উত্তর খুজতে গেলে অবশ্যই প্রমাণ হবে- রাজীব হায়দার হত্যাকাণ্ডের বিচারের নামে দুটি নিরীহ ছাত্রকে মিথ্যা ফাঁসিতে ঝুলাতে যাওয়া হচ্ছে, তা অবশ্যই মানবতাবিরুদ্ধ। ( উপরের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন নিউজ মিডিয়ায় বিচারকের বক্তব্য অনুসারে -- http://goo.gl/1vnqjV, http://goo.gl/0EZsNV, http://goo.gl...