Posts

Showing posts from January, 2016

জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা কুখ্যাত মওদূদী ছিলো CIA এর এজেন্ট এবং চরম ইসলাম বিদ্বেষী মুরতাদ-মুনাফিক

পবিত্র কুরআন শরীফ উনার অনেক আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি প্রথমে ঈমান আনার কথা এবং পরে আমলের কথা বলেছেন । কেননা ঈমান শুদ্ধ না হলে আমলের মূল্য নেই । কাফির-মুশরিকরা তাই মুসলমান উনাদের ঈমানী চেতনায় বিভেদ তৈরির জন্য সদা সক্রিয় । মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- “ তারা পূর্ব থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং তারা চাচ্ছিল আপনার কার্যসমূহ উলট-পালট করে দেয়ার জন্য । ” ( পবিত্র সূরা তওবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৮) এক্ষেত্রে ইসলামবিদ্বেষী কাফির-মুশরিকরা মূলত মুসলমানদের থেকেই এজেন্ট তৈরি করে । যারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসলামী আক্বীদার মধ্যে ফিতনা তৈরি করে । মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল , সাইয়্যিদুল মুরসালীন , ইমামুল মুরসালীন , নূরে মুজাস্সাম , হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের চরম দুশমন , শয়তানের শিং এবং ব্রিটিশ দালাল ‘ ইবনে আব্দুল ওহাব নজদী ’ এ ধারার বিশেষ উদাহরণ । সাইয়্যিদুল মুরসালীন , ইমামুল মুরসালীন , নূরে মুজাস্সাম , হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্...

তাবলীগীদের টার্গেট কারা?

Image
তবলিগ জামাতের একটা প্রচলিত কথা হচ্ছে, দেখুন আমাদের দলে কত লোক, কত লোক এখানে দাখিল হচ্ছে ইত্যাদি। অর্থাৎ সংখ্যাধিক্যের কথটা ফলাও করে থাকে। এখন আসলে আমাদের জানা দরকার কি কারনে এবং কিভাবে এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা জানতে পারলেই এদের দুই নম্বরী সহজেই ধরতে পারবেন। আসুন আমরা সরাসরি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতীর নিজের বক্তব্য থেকে কারনটা জেনে নিই,- "আহলে এলেম (তাবলিগি খারেজী মুরুব্বী)  ও প্রভাবশালী লোক (ব্রেইনওয়াস হওয়া অশিক্ষিত টাকাওয়ালা পাবলিক) তাহারাও এই তরীকায়ও তাবলিগের কাজ করিতে পারেন যে, প্রত্যেক জুমুয়ার জন্য একটা মসজিদ বাছিয়া লইবেন যে, আমরা অমুক মসজিদে নামাজ পড়িব। সেই নির্বাচিত মসজিদ এমন হওয়া চাই যেখানে সাধারণ গরীব তবকার মূর্খ লোকেরা বাস করে। যেমন- সেখানে ধোঁপা, ভিস্তি, রিক্সাওয়ালা, কুলি, বা শাক সব্জী বিক্রেতা লোকেরা বাস করে যাদের মধ্যে দ্বীনদারীর অভাব এবং গাফলত যদিও খুব বেশি কিন্তু অস্বীকার ও অহংকার এখনো পয়দা হয় নাই। এমন সব লোকের বস্তির একটা মসজিদ নির্বাচন করিবে ও নিজের বন্ধুবান্ধবদিগকেও সেখানে যাইবার জন্য উৎসাহ দান করিবে।" দলীল- √ মালফুজ...