Posts

Showing posts from November, 2019

বাদশাহ আকবর প্রবর্তিত ইতিহাসের জঘন্য অধ্যায় দ্বীনে এলাহী ও তার পটভূমি।

Image
বাদশা আকবর প্রবর্তিত কুফরী "দ্বীনে এলাহী" উৎপত্তির প্রসংঙ্গিক কথা এবং একজন মুজাদ্দিদের আগমনের প্রেক্ষাপটে হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনার আগমন এবং সুমহান তাজদীদ- মুঘল সম্রাট বাদশা আকবরের কথা আমরা সকলেই জানি। মুঘলদের মধ্যে সুদীর্ঘ সময় রাজত্ব করেছে এই আকবর। ধর্মীয় আবহে বেড়ে ওঠার পরও কিছু ক্ষমতালোভী, ধর্মব্যবসায়ী, সার্থপর আলেমদের সংসর্গে আকবর চুড়ান্ত ভাবে অধপতেন চরমসীমায় নিমজ্জিত হয়। আলোচ্য বিষয়ে আলোচনা করতে আমাদের সর্বপ্রথম আকবরের প্রাথমিক জীবনের অবস্থা এবং পরবর্তীতে তার অধপতনে নামার ইতিহাসের পর্যালোচনা করতে হবে। আকবরের পিতা মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুর সময় আকবরের বয়স ছিলো মাত্র তের বছর। হুমায়ুনের মৃত্যুর পর তার বিশ্বস্ত সহযোগী বৈরাম খান ১৫৫৬ সালের ১৪ ই ফেব্রুয়ারি তের বছরের আকবরকে মুঘল সম্রাট বলে ঘোষণা করে। নামে সম্রাট থাকলেও দেশ পরিচালনা ও অন্যান্য কাজ বৈরাম খানই করতো। ১৫৬০ সালে আকবরের বয়স আঠারো হলে, সে বৈরাম খানকে হজ্জ করতে পাঠিয়ে দিয়ে ক্ষমতা নিজ হাতে তুলে নেয়। প্রথমিক জীবনে আকবরের ধর্মীয় বিশ্বাস : (১) উলামা ও শাইখদের মহত স...