কিশোরী আয়েশা সিদ্দীকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বিয়ে নিয়ে বিদ্বেষীদের মিথ্যাচার!!
 
    অমুসলিম ইসলাম বিদ্বেষীগণ কিশোরী আয়েশা রাঃ-কে বিয়ে করার জন্য মুহাম্মদ সাঃ-কে নানাভাবে অভিযুক্ত ও আক্রমণ করে। এসব আক্রমণাত্মক অভিযোগের মধ্যে শিশু নির্যাতন ও একটি। তাদের অভিযোগ যে মুহাম্মদ (সা:) কালের সীমাবদ্ধতা উত্তীর্ণ হতে পারেন নি , তিনি সর্বকালের আদর্শ হতে পারেননি। আমরা এখানে তাদের অভিযোগগুলো যাচাই করতে যাচ্ছি।     প্রথমে   দেখি এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকায়   Child Abuse   বা বাচ্চাদের সাথে কুকর্মের সংজ্ঞা কী দিয়েছে-   শিশুদের সাথে কুকর্ম করা , যাকে শিশুদের প্রতি নিষ্ঠুরতাও বলা হয় , এইটি হচ্ছে ইচ্ছাকৃত ভাবে শিশুদেরকে অন্যায় ভাবে আঘাত দেয়া এবং ভোগান্তি আরোপ করা। এই পরিভাষা যে সব অর্থ বহন করে তা হল এই: অসংযত/অপরিমিত শারীরিক নির্যাতন করা ; অসঙ্গত অশ্লীলতা ভাষা ব্যবহার করা , দুর্ব্যবহার ; উপযুক্ত নিরাপত্তা বিধানে ব্যর্থতা , খাদ্য , চিকিৎসা ও মানসিক সমর্থ দানে ব্যর্থতা ; অবৈধ যৌনসম্পর্ক স্থাপন করা ; যৌন নিগ্রহ বা ধর্ষণ ; এবং শিশুদের নিয়ে অশ্লীল ছবি তৈরি করা। চিকিৎসা বিজ্ঞানে এটা প্রায়ই  “  শিশু আঘাত জনিত লক্ষণ ”  বলে উল্লেখ করা হয়ে থাকে। শিশুদের সাথে অপমানজন...